২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:৩৪

রূপসায় ঘরবাড়িতে লুটপাটকারীদের শাস্তির দাবি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক হামলা-ভাঙচুর ও ঘরবাড়িতে লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্ৰ প্রামাণিক বলেন, ৭ আগস্ট খুলনার রূপসা উপজেলার শেয়ালী গ্রামে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়িঘর-দোকানপাট-উপাসনালয় ভাঙচুর করে। এ ঘটনায় নারী ও শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৮ লাখ ৬৪ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

গোবিন্দ চন্দ্ৰ প্রামাণিক বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের জমিজমা দখল, দেশত্যাগের হুমকি ও উপাসনালয়ে ভাঙচুর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় আসামিদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করে শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা দাবি করছি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয়কৃষ্ণ ভট্টাচার্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন