১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:৪৩

শিরোনাম
মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু

রামপালে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪

  • শেয়ার করুন

মোতাহার মল্লিক, রামপাল : রামপালে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আঃ মুয়ীদ চৌধুরী, সদস্য ডক্টর মোকলেস উর রহমান, ডক্টর মোঃ আয়ুব মিয়া, প্রফেসর ডক্টর সৈয়দা শাহীনা সোবহান, ডক্টর রিজওয়ান খায়ের, ফিরোজ আহমেদ, মেহেদী হাসান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফতাব আহম্মেদ , শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলিউর রহমান, সোনাতুনিয়া আজিজিয়া ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা আঃ আজিজ, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর কুমার শিকদার, উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন হোসেন, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, গোবিন্দপুর ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ ইউনুস আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সুজন মজুমদার, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক প্রবীর বিশ্বাস, কৃষক চপল সরকার প্রমুখ।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, জুলাই-আগষ্টের বিপ্লবে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জনবান্ধব জনকল্যাণমূলক একটি অন্তর্বতী সরকার কাজ করছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ময়লা জমে আছে। আপনাদের সকলের বক্তব্যে সেটি তুলে ধরেছেন। আপনাদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আগামীতে আপনাদের সুচিন্তিত মতামতে তুলে ধরা তথ্যগুলো খতিয়ে দেখে তারই আলোকে প্রশাসনে সংস্কার করা হবে। এর পূর্বে সংস্কার কমিশনের প্রধানসহ অন্যান্য কর্মকর্তা রামপালের ঝনঝনিয়ায় নির্মিত বহুল প্রতীক্ষিত ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার’ প্রকল্প পরিদর্শন। তারা প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন