২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:১৯

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১৫০

প্রকাশিত: জুলাই ৬, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডস্কেঃ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত তিন দিনে ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। দেশটিরর গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য জানিয়েছে।

গত ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ছুটির মধ্যে এসব গোলাগুলির ঘটনা ঘটে।

নিউইয়র্কে গোলাগুলির ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এ শহরে ২১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোট হতাহতের সংখ্যা ২৬ জন।

এর মধ্যে গত ৪ জুলাই নিউইয়র্কেই ১২টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন হতাহত হয়েছেন। গত বছরের একই দিনে নিউইয়র্কে ৮টি গোলাগুলির ঘটনায় ৮ জন হতাহত হয়েছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন