২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:৫২

যাদের জমি নেই, তারা খুঁজে পেয়েছেন ঠিকানা-এমপি সালাম মূর্শেদী

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩

  • শেয়ার করুন

তেরখাদা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ ব্যাপক উন্নয়ন হচ্ছে। যাদের একখন্ড জমি নেই, আজ খুঁজে পেয়েছেন তাদের ঠিকানা। অর্থ্যাৎ, মাথা গোজার ঠাঁই পেয়েছেন ভূমিহীনরা। সবই জাতির জনকের উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অবদান।

তিনি বলেন, খুলনা জেলায় আজ চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৯৮৭টি গৃহ হস্তান্তরের ফলে জেলায় মোট ৫ হাজার ৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসিত হয়েছে। এমপি বলেন, শেখ হাসিনার সরকার বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ ৫১টি নাগরিক ভাতার ব্যবস্থা করেছেন। বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে, সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

আজ বুধবার বিকেল ৪টায় তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়নের কোলা পাটগাতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আ’লীগ নেতা এমএ আলমের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম ওয়াহিদুজ্জামান, তেরখাদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান।

আওয়ামী লীগ নেতা এমএ আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মফিজুর রহমান ঠান্ডু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নওয়াব আলী টিপু, জোনাব আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রাজা মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ তবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী কামাল হোসেন, আ’লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, মোঃ ফরিদ শেখ, উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, ঠিকাদার মোঃ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মঈন উদ্দিন, যুবলীগ নেতা মোঃ হারুন মোল্লা, সরদার জসীম উদ্দিন, সামছুল আলম বাবু, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আনারুল ইসলাম, ছাত্রলীগ নেতা এসএম রিয়াজুল ইসলাম, নোমান সৈকত, স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিদ্দিক চৌধুরী প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন