২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:০৫

মোংলায় আল্লাহকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট : যুবক আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন

মোংলায় ফেসবুকে মহান সৃষ্টিকর্তা আল­াহকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেয়ায় সুরাজ অধিকারী (২২) নামে এক যুবককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মোংলা উপজেলার জয় খা গ্রামের আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তার নামে ধর্মীয় অনূভুতিতে আঘাতের অভিযোগ এনে মামলা দিয়ে পুলিশ তাকে জেল হাজতে পাঠায়।
সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) আসিফ ইকবাল এ তথ্য জানিয়ে বলেন, উপজেলার দিগরাজের বাসিন্দা শুভ্র অধিকারীর ছেলে সুরাজ অধিকারী শুক্রবার সকালে এস ডি অফিসিয়াল পেজ নামে একটি আইডি থেকে মহান আল­াহকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এটিতে ইসলাম ধর্মের মানুষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীও এটি অবহিত হলে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে শনিবার দুপুরে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেলে তার নামে মামলা দায়ের শেষে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান মোংলা সার্কেলের সিনিয়র এসপি মোঃ আসিফ ইকবাল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন