১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:৫২

শিরোনাম
অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

মোংলায় বাড়ী জবরদখল চেষ্টায় হামলা, ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : মোংলায় একটি বাড়ী জবরদখল চেষ্টায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে । এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম তার পৈত্তিক জমিতে ১৯৮৬ সাল থেকে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন শহরের মাদ্রাসা রোডের বুলবুল গং। বাড়ী জবরদখলের আশংকায় মনোয়ারা বেগম প্রতিপক্ষ বুলবুল গংয়ের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন। আদালতে সেই মামলা চলামন রয়েছে।

মামলা চলমান থাকা সত্বেও মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বুলবুল তার সহযোগী কাওসার, বাচ্চু, নুর ইসলাম ও রবিউলসহ ১২/১৪জন লোক নিয়ে মনোয়ারা বেগমের পৈত্তিক জমির বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় হামলাকারীরা মনোয়ারা বেগমের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩লাখ টাকা মূলের মালামাল লুটে নেয়। পরে এ ঘটনায় দুপুরেই হামলা, লুট ও জমি জবরদখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মনোয়ারা।

মনোয়ারা বেগম বলেন, আমার পৈত্তিক সম্পত্তিতে (জমি) আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। কিন্তু প্রতিপক্ষ বুলবুল গং আমাদের এ জমি জবরদখলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এনিয়ে আমরা বাগেরহাট আদালতে মামলা করেছি। সেই মামলাও চলমান রয়েছে। তারমধ্যেই মঙ্গলবার দুপুরে আমাদের জায়গা দখলের জন্য বাড়ীঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে। ঘর থেকে টাকাপয়সা, সোনাদানা ও মালামাল লুট করে নিয়ে গেছে তারা। আমরা এ ঘটনায় পুলিশের কাছে ন্যায় বিচার চাই।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তে এসআই হাদীউজ্জামানকে দেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন