৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:২৫

শিরোনাম
খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মুসলিম-বিয়ে নিয়ে রায় দিলো এলাহাবাদ আদালত

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২

  • শেয়ার করুন

প্রথম স্ত্রীর ভরণপোষণ করতে না পারলে দ্বিতীয় বিয়ে করতে পারবে না মুসলিম পুরুষরা। দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীকে সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না। রায় এলাহাবাদ হাইকোর্টের।
বিচারপতি সূর্য প্রকাশ কেসরওয়ানি এবং বিচারপতি রাজেন্দ্র কুমারের বেঞ্চ রায়ে বলেছে, কোরআনে বলা হয়েছে, আগের পক্ষের স্ত্রী ও সন্তানদের যত্ন নিতে পারলেই পুরুষরা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে পারবে। কিন্তু যদি তিনি এই যত্ন নিতে পারেন, স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ করতে না পারেন, তাহলে তিনি আর বিয়ে করতে পারবেন না। সেই সঙ্গে বিচারপতিরা জানিয়েছেন, দ্বিতীয়বার বিয়ে করলে প্রথম স্ত্রীকে সঙ্গে থাকার জন্য মুসলিম পুরুষ বাধ্য করতে পারবেন না।

কোন মামলায় রায়?

আজিজুর রহমান বনাম হামিদুন্নিশা মামলায় এই রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এই মামলা প্রথমে গিয়েছিল ফ্যামিলি কোর্টে। সেখানে হেরে যাওয়ার পর আজিজুর রহমান হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।

তার আবেদন ছিল, তিনি দ্বিতীয় বিয়ে করার পরেও দুই স্ত্রীর সঙ্গে থাকতে চান। কিন্তু প্রথম স্ত্রী থাকতে রাজি হচ্ছেন না। দ্বিতীয় বিয়ের কথা তিনি প্রথম স্ত্রীকে আগে জানাননি। কিন্তু এখন তিনি দাম্পত্যের অধিকার চান এবং প্রথম স্ত্রীকে নিজের সঙ্গে রাখতে চান।
আদালতের রায়

বিচারপতিরা জানান, এক্ষেত্রে স্বামী তার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এই আচরণ প্রথম স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা ছাড়া আর কিছু নয়। এই পরিস্থিতিতে প্রথম স্ত্রী যদি তার সঙ্গে থাকতে না চান, তাহলে স্বামী তাকে জোর করতে পারেন না। যদি এখানে স্বামীর দাম্পত্যের অধিকার মেনে নিতে হয়, তাহলে প্রথম স্ত্রীকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে হয়। এরপরই কোরআন উদ্ধৃত করে বিচারপতিরা জানিয়েছেন, স্ত্রী-সন্তানদের যত্ন নিতে না পারলে মুসলিম পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন