১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৬:২০

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

মা’য়ের রক্ত জোগাড় করতে গিয়ে প্রতারণার শিকার ।

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারন সম্পাদক নজরুল ইসলাম মা’য়ের রক্ত জোগাড় করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন।
যশোরের ঝিকরগাছা উপজেলায় মুমূর্ষু রোগীদের রক্তদানের নামে চলছে প্রতারণা। রক্তদানের কথা বলে হাতিয়ে নিচেছ অর্থ। ফলে প্রতারিত হচেছ সাধারন মানুষ।
মুমূর্ষু মা’য়ের রক্ত জোগাড় করতে গিয়ে এমনই প্রতারণার শিকার হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের সাংবাদিক নজরুল ইসলাম। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
তিনি জানান, ২৫ সেপ্টেম্বর হঠাৎ করে আমার মা’য়ের শরীরে রক্তশূন্যতা দেখা দিলে ডাক্তারের পরামর্শে যশোর জনতা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্মরত ডাক্তার এম.শরিফুল আলম জানান, রোগীর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ৭.৫ হওয়ায় জরুরী রক্তের প্রয়োজন। তার মা’য়ের রক্তের গ্রুপ “এবি নেগেটিভ” হওয়ায় তা জোগাড় করা ছিল খুবই কস্টসাধ্য।
মা’য়ের শারীরিক অবস্থার অবনতি ঘটলে নজরুল তার ফেসবুক আইডিতে রক্তের প্রয়োজন’ বলে পোস্ট দেয়। পোস্টের নিচে দেয়া হয় তার মোবাইল নম্বর। ২৯ সেপ্টেম্বর দুপুরে অজ্ঞাতনামা ০১৭৮১৮৬২৭৭৬ নাম্বার মোবাইল থেকে কল করে রক্ত দেয়ার ইচছা প্রকাশ করা হয়।পরে রক্তদাতা পথখরচ বাবদ তার ০১৭৮১৮৬২৭৭৬ নাম্বার মোবাইলে ১০০০ টাকা বিকাশ করে দিতে বলেন। তার নাম্বারে ৫০০ টাকা বিকাশ করা হলে তিনি ক্ষেপে যান এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।
পরে নজরুল তার মোবাইলে একাধিকবার চেস্টা করলেও বন্ধ ছিল তার মোবাইল ফোন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক জানান, গতকাল বিকেলে অজ্ঞাতনামা রক্তদানকারী ঐ প্রতারকের বিরুদ্ধে তার মোবাইল নাম্বার সহ ঝিকরগাছা থানায় সাধারন ডায়রী করেছেন সাংবাদিক নজরুল ইসলাম। যার জিডি নাম্বার – ২০, তারিখ ০১/১০/২১ইং। প্রতারকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন