২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:১৬

মহাসচিবের পিতার মৃত্যুতে খুলনা সোসাইটির শোক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১

  • শেয়ার করুন

খুলনা সোসাইটির সম্মানীত মহাসচিব রয়‍্যাল ট্রান্সপোর্ট এন্ড কুরিয়ার সার্ভিস এর সিইও বিশিষ্ট ব‍্যবসায়ি এস এম শফিকুল আলম বিপ্লব’র পিতা এস এম বাদল আলম (৭০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, কো-চেয়ারম্যান বিশ্বাস প্রোপার্টিজ এর সিইও আজগার বিশ্বাস তারা, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: বিষ্ণুপদ সাহা, সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, রোটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি মেহেজাবিন মুবিনা হেমা, বিশিষ্ট ব‍্যবসায়ি সৈয়দ নজরুল ইসলাম টুটুল, রোটা: সিপি এস এম ময়েজ উদ্দিন চুন্নু, ইঞ্জি. সাব্বির হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ডা. চয়ন বিশ্বাস, এ্যাড. লাবনী আমিন এপিপি, মো. মোবারক হোসেন, শারমিন সুলতানা রুনা, চার্টার্ড একাউন্টেন্ট মো. কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, মো. বাবুল আকতার, আল-আমিন শিশির, ডা. উপানন্দ রায়, ইঞ্জি. মিজানুর রহমান, এস এম মনিরুল ইসলাম সুজন, অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, উপাধ‍্যাক্ষ প্রফেসর তাসরিনা বেগম, প্রফেসর এ্যাড. শফিউল আলম সুজন, খুবির ডেপুটি রেজিষ্টার শামসুন্নাহার শিমুল, নারীনেত্রী মেহেজাবিন খান, সাংবাদিক মো. জয়নাল ফরাজী, শিউলী বিশ্বাস, মো. আবুল কালাম, কাজী রিয়াদ সুমন, ডা. মেহেদী হাসান, নয়ন পাল, অধ্যাপক আজিজুল হক, এয়ার ইঞ্জি. মলয় কান্তি বালা, সালমা খানম, সুবর্ণা রহমান খান, কাজী আইনুল মুন, এস এম মিশকাতুল ইসলাম, ইয়াফেস ইসিতিহাদ দীপ, জি এম শহিদুল ইসলাম।
সম্মানিত সদস্য খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মাহাবুব আলম, সাবেক পরিচালক রোটা: আজিজুল হাসান দুলু, সাংবাদিক মো. আবু তৈয়ব মুন্সী, নারীনেত্রী তৈয়বা খাতুন চেমি, পিডিআরআর তারেক মাহামুদ, নারীনেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা, মো. তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার, বেগ রফিকুল ইসলাম, শেখ সাদিকুর রশিদ অভি, রোটা: মনিরুল ইসলাম মনি, কাজী তাসকিন আহমেদ শরিফ, সাইফুর রহমান সুজন, আর্কিটেক্ট শাহরিয়ার রেহমান শুভ্র, ইঞ্জি. আহসানুল হক তুহিন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন