২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:১১

ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি পরিতোষ, সম্পাদক মিলন, সাংগাঠনিক বাদশাহ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১

  • শেয়ার করুন

জিয়াউল ইসলাম জিয়া, সীমান্ত ব্যুরো: ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশন’র ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে পরিতোষ ঘোষ ও সাধারন সম্পাদক পদে নাজমুল আলম মিলন নির্বাচিত হয়েছেন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে শনিবার ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত হলো ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশন নির্বাচন। নির্বাচনে পরিতোষ ঘোষ-নাজমুল আলম মিলন পরিষদ ও দেলোয়ার হোসেন-সাইফুল ইসলাম পরিষদ দুটি প্যানেলে প্রতিদ্বন্ধিতা করে। ত্রি-বার্ষিক এই নির্বাচনে পরিতোষ ঘোষ-নাজমুল আলম মিলন প্যানেলে ১১টি পদে ও দেলোয়ার হোসেন-সাইফুল ইসলাম প্যানেলের ২টি পদে জয়লাভ করে। প্রতিদ্বন্ধীতাপূর্ন নির্বাচনে ৪১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী পরিতোষ কুমার ঘোষ। অপরপ্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ৩৭৮ ভোট। এদিকে ৫৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল আলম মিলন। প্রতিদ্বন্দী অপরপ্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ২১৬ ভোট। প্রধান নির্বাচন কমিশনার জলিলুর রহমান জানিয়েছেন, নির্বাহী কমিটি ১৩ টি পদের মধ্যে একটি যুগ্ন-সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। অপর ১২টি পদে লড়েছেন আরও ২৭ জন। তাদের মধ্যে ৪৯৮ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি হয়েছেন মোঃ কামরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ শওকত হোসেন পেয়েছেন ২৩২ ভোট। আর ২৯৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছদরুল আলম। নিকটতম প্রার্থী মোঃ আলমগীর হোসেন পেয়েছেন ২৯১ ভোট। সাংগাঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ। নিকটতম প্রার্থী সঞ্জয় বিশ্বাস পেয়েছেন ১৮৭ ভোট। অর্থ ও দপ্তর সম্পাদক পদে ৫০২ টি ভোট পেয়ে মোঃ নাছির উদ্দীন নির্বাচিত হয়েছেন। নিকতটম প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ২৭৯ ভোট। ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক পদে ৫৩৯ ভোট পেয়ে মোঃ মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। নিকটতম অপর প্রার্থী তহিদুর রহমান তহিদ পেয়েছেন ২৫৪ ভোট। কাস্টমস ও বর্ডার সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আতিকুর ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ২৬৪ ভোট। প্রচার ও বন্দর সম্পাদক পদে ৫১৭ ভোট পেয়ে আরিফুল ইসলাম বিজয়ী হয়েছেন। অপরপ্রার্থী কবির হোসেন পেয়েছেন ২৫৬ ভোট। কার্যকারী সদস্য পদে মোঃ সোহেল রানা ৪১৭ ভোট,মোঃ মনিরুল ইসলাম ৩৬৯ ভোট ও মোঃ ইয়াছিন আলী ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকারী সদস্য পদে মোঃ তরিকুল ইসলাম পেয়েছেন ৩৫৯ ভোট ও আব্দুর রশিদ পেয়েছে ২২১ ভোট। শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ ও নিরপত্তারক্ষীরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। নির্বাচনে ৮৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কর্মচারীরা জানান, শান্তিপূর্ন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে নির্বাচনে জয় লাভ করার পর ভোট কেন্দ্র থেকে বেরিয়ে ওই দিন রাতে সর্বপ্রথম পরিতোষ-মিলন প্যানেলের সকল জয়ী প্রার্থীরা তাদের প্যানেল থেকে পরাজিত হওয়া সদস্য প্রার্থী তরিকুল ইসলাম ও অর্থসম্পাদক প্রার্থী মাসুদ আলমের কর্মস্থলে গিয়ে তাদেরকে সান্তনা প্রদান করেন এবং বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

 

 

 

 

 

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন