১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:৫১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন

ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দাবী আদায়ের লক্ষ্যে পাশে দাঁড়ালো সাতক্ষীরা জেলা ছাত্রলীগ 

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা): মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ভোমরা বন্দর দু’টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কর্মরত তিন সহস্রাধিক সাধারন শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা আদায়, শ্রমাধিকার নিশ্চিতকরণ ও ভোটাধিকার প্রয়োগ করে একটি সুদক্ষ ও শক্তিশালী নির্বাহী কমিটি গঠনে ফুসে উঠেছে রাজপথ দখল করে। অসহায় সাধারন শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা দাবী আদায়ের লক্ষ্যে অবশেষে শ্রমিকদের পাশে দাঁড়ালো বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। রবিবার (১২ সেপ্টেম্বর ২০২১) বিকালে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সম্মুখে শ্রমিক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক। তিনি বলেন, আপনারা চান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আমরাও সেটাই চাই। সুষ্ঠু নির্বাচনের জন্যে যদি আপনাদের সাথে আমার মাঠে থাকা লাগে, রাস্তায় থাকা লাগে, আমি থাকবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের জন্য রক্ত দিয়ে জেল খেটেছিলেন। আপনাদের দাবী দাওয়া পূরণের লক্ষ্যে সর্বক্ষন আপনাদের পাশে থাকবো। প্রয়োজন হলে জেল খাটবো তবুও আপনাদের প্রাণের দাবী পূরণ করবো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের শ্রমিক ইউনিয়নে নির্বাচন হবেই হবে। এ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ১১৫৫ নিবন্ধিত শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি আনারুল ইসলাম গাজী। তিনি বলেন, আমাদের দাবী দাওয়া সফল হবে। আমি বিভিন্ন প্রশাসন কর্মকর্তার কাছে শুনেছি, আপনারা নিশ্চিন্তে থাকেন। আপনাদের নির্বাচন অবশ্যই হবে। দেহে একবিন্দু রক্ত থাকতে অবৈধ কমিটি করতে দেওয়া হবে না। এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতারা। এদিকে ক্ষুব্ধ শ্রমিকরা তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে শ্রমিক নেতৃবৃন্দ জানায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন