২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:১১

ভোমরা বন্দরে আটককৃত আট গাড়ি ফল নিলামে বিক্রি হলো সাড়ে ৫৮ লক্ষ টাকায় 

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা: অবশেষে বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) আন-লক ওপেন করতে ব্যর্থ হওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দেশের তিনটি আমদানীকারক প্রতিষ্ঠানের ভারত থেকে আমদানী হওয়া ফল বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) লকে জব্দকৃত আট গাড়ি (পঁচনশীল) খেজুর, আনার ও টমেটো ভোমরা স্থলবন্দর সরকারী গোডাউনে প্রকাশ্যে নিলামে বিক্রি করার লক্ষ্যে স্থলবন্দর শুল্ক স্টেশনের পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে নিলামক্রেতাদের আহŸান জানানো হয়। স্থলবন্দর শেড চত্তরে শনিবার (৭ আগস্ট ২০২১) বিকালে এ নিলাম বাণিজ্যে ১২ জন নিলামক্রেতা নগদ ৫ লক্ষ টাকা জামানত রেখে নিলামপণ্য ক্রয়ে অংশ নেয়। এসব নিলামক্রেতারা হলো, সাতক্ষীরার সাহেবা এন্টারপ্রাইজ, সহিদ সাকলাইন, আলমগীর ট্রেডার্স, প্রিয়াঙ্কা এন্টারপ্রাইজ, কামরুজ্জামান, আজীজুল ইসলাম, বেল্লাল, মো: আক্তারুজ্জামান, সুমাইয়া এন্টারপ্রাইজ, নওশাদউল্লা রাজু, এইচএম আরাফাত ও মন্টু। স্থলবন্দর শেডে সংরক্ষিত এক নম্বর লটে ৪০,৮১৩.৯০ কেজি আনার ও ২৪,৪৬৩.৬৮ কেজি খেজুর এবং দুই নম্বর লটে ৪০,৬৯৯.৫০ কেজি আনার ও ৫১,৫০৮.৯৬ কেজি টমেটো প্রকাশ্যে নিলামদর বিজ্ঞপ্তিতে বিক্রি করা হয়। সর্বোচ্চ ডাক মূল্যের উপর ৫% হারে অগ্রিম আয়কর এবং ৭.৫% হারে ভ্যাট প্রদানসহ মোট এক নম্বর লটের আনার ও খেজুরের নিলাম বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা। দুই নম্বর লটে অগ্রিম আয়কর ও ভ্যাটসহ আনার ও টমেটোর নিলাম বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৭৫ হাজার টাকা। নিলাম বিক্রয়মূল্যে দুই লটের পণ্যের মোট বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা। এ নিলাম বাণিজ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা কাষ্টম হাউস কমিশনারেটের যুগ্ম কমিশনার মিলন শেখ, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন, রাজস্ব কর্মকর্তা(প্রশাসন) আকবর আলী, ভোমরা অফিসের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এনএসআই) সংস্থার ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদার, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান এবং বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার হারুন-উর-রশিদসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা। উল্লেখ্য, দেশের ২৫টি আমদানীকারক প্রতিষ্ঠানের নিকট বকেয়া পাওনা আমদানী শুল্ক ১০ কোটি টাকা পরিশোধে দীর্ঘদিন বিলম্ব হওয়ায় বেনাপোল কাষ্টম হাউজ কমিশনারের অনলাইন সার্ভেয়ারে বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) লকের অন্তর্ভুক্ত তিনটি আমদানীকারক আরকেপি এন্টারপ্রাইজ, এ্যানি এন্টারপ্রাইজ এবং ফ্রেশ ফুডস ইমপেক্স বাংলাদেশ নামক আমদানীকারক প্রতিষ্ঠানের ভারত থেকে আমদানীকৃত আট গাড়ি (পঁচনশীল) ফল আটক করে ভোমরা কাষ্টমস।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন