২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:০৯

ভোমরা কাষ্টম্সের জব্দকৃত ১০৬০ কেজি ক্যাপসিকাম ১৬,৮৭৫ টাকায় নিলামে বিক্রি

প্রকাশিত: জুলাই ১২, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা): ভোমরা বন্দরে আমদানী হওয়া কাষ্টম্সের জব্দকৃত ১০৬০ কেজি ক্যাপসিকাম নিলাম দরে বিক্রি করার লক্ষ্যে সোমবার (১২ জুলাই ২০২১) সকালে ভোমরা কাষ্টম্স সহকারী কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে নিলাম দরদাতাদের আহŸান জানানো হয়। পঁচনশীল পণ্য(ক্যাপসিকাম) হওয়ায় কাষ্টমস সরকারের নীতি অনুসারে ভোমরা স্থলবন্দর পার্কিং ইয়ার্ডের গোডাউনে নিলামদর ঘোষনা করা হয়। এ নিলামদর বাণিজ্যে অংশ নেয় ভোমরার নিলাম দরদাতা রিয়াজুল ইসলাম, আব্দুল গফফার, এরশাদ আলী এবং খুলনা ডুমুরিয়ার ইউসুফ আলী। কাষ্টম্সের প্রকাশ্য নিলামডাকে ১০৬০ কেজি ক্যাপসিকাম নিলামে এরশাদ আলী সর্বোচ্চ নগদ মূল্যে ১৫ হাজার টাকায় ক্রয় করেন। নিলামে বিক্রিত পণ্যের উপর শতকরা ৭.৫ টাকা ভ্যাটে ১১২৫ টাকা এবং শতকরা ৫ টাকা আয়করে ৭৫০ টাকাসহ মোট ১৬৮৭৫ টাকা দরে নিলাম পণ্য বিক্রি করা হয়। নিলামদর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোমরা কাষ্টম্সের সহকারী কমিশনার, শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা, ভোমরা বিজিবি কোম্পানী সদরের সুবেদার, স্থলবন্দর কর্তৃপক্ষসহ জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, শনিবার (১০ জুলাই ২০২১) ভোমরা মেসার্স মামুন ট্রেডার্সের লাইসেন্স পেপারে মিথ্যা ঘোষনার আড়ালের পাশাপাশি এলসিকৃত ১৪০০ কেজি ক্যাপসিকাম আমদানীর পরিবর্তে ১০৬০ কেজি পণ্য আমদানী করা হয়। যেটা প্রকাশ্যে নিলামদরে বিক্রি করে কাষ্টম্স কর্তৃপক্ষ। এদিকে ক্যাপসিকাম আমদানীর বিপরীতে অঘোষিত পণ্যসামগ্রী সিলগালা করে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের নিকট হেফাজতে রাখে কাষ্টম্স। এ ব্যাপারে আমদানীকারক মেসার্স সিদ্ধার্ত এন্টারপ্রাইজ ও সিএন্ডএফ মেসার্স মামুন ট্রেডার্সের বিরুদ্ধে কাষ্টম্স সরকারের পক্ষে বিভাগীয় মামলা দায়েরের আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কাষ্টম্স কর্মকর্তারা।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন