২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৩৮

ভোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ টি পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা, সাতক্ষীরা ঃ

স্থানীয় সরকারের অধীনে দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। বিভিন্ন রাজনীতির অঙ্গন থেকে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোর প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভোমরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইসরাইল গাজী মোটরসাইকেল প্রতীক, নেপথ্যে বিএনপি সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল আলম চশমা প্রতীক, নেপথ্যে নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী সাহেব আলী আনারস প্রতীক এবং মোমিনুল ইসলাম মধু ঘোড়া প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুমুল নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এবার এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী অংশ নেওয়ায় সমগ্র ইউনিয়ন ব্যাপী স্ব-স্ব প্রার্থীদের সমর্থক কর্মী ও ভোটারদের মধ্যে নির্বাচনী হৈ-চৈ শুরু হয়েছে। ইউনিয়নের প্রতিটি অঞ্চলের অলিতে গলিতে ফেসটুন, ব্যানার ও পোস্টার ছেঁয়ে গেছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত স্ব-স্ব প্রার্থীদের কর্মীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। নির্বাচনী হাওয়াকে গরম করতে জনসমর্থক বৃদ্ধির মাধ্যমে মোটরসাইকেল শোডাউন এবং বিভিন্ন ভাষ্যের আঙ্গিকে মাইক প্রচার চালিয়ে সাধারন জনগনকে উদ্বুদ্ধ করার চেষ্টা অব্যহত রেখেছে। নির্বাচনী মাঠে জয়ের ফুটবল নিয়ে খেলছে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনী মাঠে গোলপোস্টে জয়ের বল কে ঢোকাতে পারবে এই নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এছাড়া ভোমরা ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন, বিচারিক কার্যক্রম সংক্রান্ত উন্নয়ন, গ্রামীন জনপদের রাস্তা ঘাট, কালভার্ট, ব্রীজ সংস্কার ও নতুন নির্মান বিষয় নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে ইউনিয়নের প্রতিটি এলাকায় চলছে তুমুল সমালোচনার ঝড়। চলতি ২০২১ সালে ভোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১ হাজার ৪ শত ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০ হাজার ৭ শত ৭০ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১০ হাজার ৬ শত ৫৫ জন। এ ইউপি নির্বাচনে মোট সাধারন ওয়ার্ডের সংখ্যা ৯টি এবং মোট সংরক্ষিত পদের সংখ্যা ৩টি। এ নির্বাচনে ১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন পুরুষ মেম্বর, ৩টি সংরক্ষিত মহিলা আসনে ৩ জন মহিলা মেম্বরসহ মোট ১৩টি পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের মধ্যে পুরুষ মেম্বর প্রার্থী ৩২ জন, সংরক্ষিত আসনের মহিলা মেম্বর প্রার্থী ১২ জন এবং চেয়ারম্যান প্রার্থী ৫ জন। ভোমরা ইউনিয়নের নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫৮টি। ভোমরা ইউনিয়নের নির্বাচনী এলাকা হাঁড়দ্দহা ১ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ হাজার ৪ শত ৪৪ জন, পদ্মশাঁখরা ২ নং ওয়ার্ডের আংশিক ভোটার সংখ্যা ৬ শত ৯৩ ও চক পানিতরের ৩৩ ও হাড়দ্দহা ২ নং ওয়ার্ডের আংশিক ভোটার সংখ্যা ১ হাজার ২ শত ৫৪ জন। পদ্মশাঁখরা ৩ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ১ শত ৭৪ জন, ভোমরা ৪ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ হাজার ৬ শত ৬৬ জন, ল²ীদাঁড়ী ৪ নং ওয়ার্র্ডের আংশিক ভোটার ১০১ জন, ল²ীদাঁড়ী ৬ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ২ শত ৯১ জন, নবাতকাটি ৫নং ওয়ার্ডে ৪৮০ জন, ভোমরা ৪নং ওয়ার্ডের আংশিক ১ হাজার ৩ শত ২৬ জন, , শ্রীরামপুর ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩ হাজার ১ শত ৫১ জন, গয়েশপুর ওয়ার্ডের ভোটসংখ্যা ১ হাজার ৩ শত ৮ জন, চৌবাড়িয়া ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ২৮ জন এবং বৈচনা ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৪ শত ৭৬ জন। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর স্বাক্ষরিত এক নির্বাচন বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন