২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৪৯

ভোমরা ইউনিয়নে পুনরায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসরাইল গাজী

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া ভোমরা,সাতক্ষীরাঃ ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভাবে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ভোমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম নৌকা প্রতীক, সতন্ত্র ইসরাইল গাজী মটরসাইকেল প্রতীক, বিএনপি সামসুল আলম চশমা প্রতীক, সতন্ত্র সাহেব আলী আনারস প্রতীক, সতন্ত্র মোমিনুল ইসলাম মধু ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে জোর প্রতিদ্ব›দ্বীতা করেন। সতন্ত্র প্রাথী হিসাবে ইসরাইল গাজী ৬ হাজার ৫শ ৭১ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শহিদুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছে ৪ হাজার ৭শ ৮ ভোট, সাহেব আলী আনারস প্রতীকে পেয়েছে ৩ হাজার ৮শ ৪৯ ভোট, সামসুল আলম চশমা প্রতীকে পেয়েছে ২ হাজার ২৮ ভোট এবং মোমিনুল ইসলাম মধু ঘোড়া প্রতীকে পেয়েছে ৮৬ ভোট। এছাড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মেম্বর পদ প্রার্থী হিসাবে মোট ৩২ জন প্রার্থী জোর প্রতিদ্ব›দ্বীতা করেন ও ৩টি সংরক্ষিত মহিলা আসনে ১২জন মহিলা মেম্বার প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। ৯টি ওয়ার্ডের মধ্যে ১নং হাড়দ্দাহ ওয়ার্ডে আশাবুর রহমান, পদ্ম শাঁখরা-হাড়দ্দাহ ২ নং ওয়ার্ডে পলাশ হোসেন, পদ্ম শাঁখরা ৩ নং ওয়ার্ডে কবীর হোসেন, ভোমরা ৪ নং ওয়ার্ডে সাজ্জাত হোসেন, নবাতকাঠি ৫নং ওয়ার্ডে আনছার আলী, ল²ীদাড়ী ৬ নং ওয়ার্ডে সন্তোষ কুমার ঘোষ, বৈচনা ৭ নং ওয়ার্ডে আব্দুর রহিম, চৌবাড়িয়া-গয়েশপুর ৮ নং ওয়ার্ডে আক্তারুজ্জামান বকুল ও শ্রীরামপুর ৯ নং ওয়ার্ডে নেসারুল্লাহ আল মামুন মেম্বার নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ৩ টি আসনে খাদিজা খাতুন, আমেনা খাতুন শিলা ও রাবেয়া খাতুন পুটি মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ২১ হাজার ৪শ ২৫ জন ভোটারের মধ্যে ভোটাধীকার প্রয়োগ করেছেন ১৭ হাজার ৪শ ৮জন তার মধ্যে পঁচে গিয়েছে ২শ ৩৮ জনের ভোট।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন