১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:১৩

ভোমরায় নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে আওয়ামীলীগের ওয়ার্ড ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সভা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া ঃ চলতি বছরের ১১ই নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিকালে শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজ চত্তরে ওয়ার্ড ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলীয় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও জেলা আওয়ামী তরুণলীগের সভাপতি শাহানুর ইসলাম শাহীন, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী,সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তার জুয়েল, আওয়ামীলীগ নেতা আব্দুস সেলিম, কওছার আলী, আব্দুস ছালেক বাবলু, সওকাত আলী গাইন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। এদিকে নির্বাচনকে গতিশীল ও জনসমর্থনমুখী করার লক্ষে চার সদস্য বিশিষ্ঠ ইউনিয়ন নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে ত্রিশ সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এ আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তরা বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের চেয়ারম্যান না থাকায় ভোমরা বন্দরসহ সমগ্র ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ড মুখ থুবড়ে পড়েছে। ভোমরা ইউনিয়নের গ্রামীন জনপদের কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান না হওয়ায় দীর্ঘদিন দুর্ভোগে পড়েছে ইউনিয়নবাসী। নৌকা প্রতীককে জয়যুক্ত করলে ভোমরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করা হবে বলে দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ইউনিয়নবাসীকে আশ্বস্ত করেন।

এম জিয়াউল ইসলাম জিয়া

সীমান্ত ব্যুরো সাতক্ষীরা

মোবাঃ ০১৯১২-৯৯২১৬১

ভোমরা, সাতক্ষীর

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন