৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:৪৩

শিরোনাম
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

ভারত ফেরত যাত্রীদের জন্য তুলে নেয়া হলো কোয়ারেন্টাইন

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল:
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের জন্য শর্ত শিথিল করা হয়েছে। চার ক্যাটাগরির বাংলাদেশ যাত্রীদের ক্ষেত্রে শর্ত শিথিলের একটি নির্দেশনা রবিবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এসে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রক) অধ্যাপক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
রোববার থেকে বেনাপোল ইমিগ্রেশন মন্ত্রণালয়ের আদেশ প্রতিপালন করছেন বলে জানিয়েছেন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান।
পরিপত্রে বলা হয়, ক্যান্সার এবং কিডনি আক্রান্ত কোন রোগী কিংবা গর্ভবতী মহিলা এবং দুই ডোজ টিকা গ্রহণকারী পাসপোর্টযাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়ে সংশ্লিষ্টদের হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে। তবে এক ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে পূর্বের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে দেশে ফেরার ছাড়পত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সনদ আনতে হবে। এসব না থাকলে আগের নিয়মানুযায়ী ভারত ফেরত প্রত্যেক যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হতো।
দুই ডোজ টিকা গ্রহণকারী যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার এবং ভারতগামী সাধারণ যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বানুমতি গ্রহণের নিদের্শনা প্রত্যাহার করে গত সপ্তাহে বেনাপোল ইমিগ্রেশনে পত্র প্রেরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারত ফেরত ক্যান্সার আক্রান্ত যাত্রী নরসিংদীর কান্দিপাড়ার সৌমেন সাহা সরকারের নেয়া এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। #

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন