৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:০০

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনা মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১০ টায় নগরীর শান্তিধাম মোড় থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে যে কোন প্রকার সহিংসতা এড়াতে নগরীর শামসুর রহমান রোডস্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় ঘিরে ফেলা হয় নিরাপত্তার চাদরে। মোতায়েন করা হয় সেনাবাহিনী।


ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার রাতে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। রাত সাড়ে ৯ টার পর তারা নগরীতে মিছিল শুরু করে সামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়, বাংলাদেশ ব্যাংক হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় তাদের একটিই স্লোগান, “শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ”।
প্রসঙ্গত, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে সন্ধ্যা ৬ টায় দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রাজু ভাস্কর্যে রাত ৮ টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন। তারই অংশ হিসেবে খুলনায় এই বিক্ষোভ মিছিল করা হয়।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন