২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:৪৪

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের উপদেষ্টা  আলাপন বঙ্গোপাধ্যায় বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছে ।

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আহ্বানে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বঙ্গোপাধ্যায় বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছে।শনিবার দুপুর ২ টার সময় বাংলাদেশ ইমিগ্রেশনে প্রবেশ করেন।
আলাপন বঙ্গোপাধ্যায় নৌম্যানসল্যানডে আসলে বেনাপোল কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যরা তাকে স্বাগত জানান।
বেনাপোল স্থলবন্দরের ডিডি মনিরুল ইসলাম বলেন,তিনি যশোরে বিভিন্ন সংস্থার আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। যশোর সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখানে তিনি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে এবং যশোরের মাননীয় সংসদ সদস্য সাথে বৈঠকে মিলিত হবেন। পরবর্তীতে আগামী ৯/১/২০২৩ তারিখ বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে গমন করবেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৭/০১/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন