২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:০৩

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমাপনী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা সদর শাখার আয়োজনে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খালিশপুর ব্র্যাক লার্নিং সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়।

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি যশোর জেলা ব্যবস্থাপক শেখ সোবহানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মিলন সাহা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে যদি কেউ দক্ষতা বৃদ্ধি করতে পারে সে নিজেও স্বাবলম্বী হবে। সাথে তার পরিবারকেও স্বাবলম্বী করতে পারবে। নিজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই আমরা উন্নত সমাজ বিনির্মাণে অংশ নিতে পারব। আমার মনে হয় এই প্রশিক্ষনে যারা অংশগ্রহন করেছে। তাদের প্রচেষ্টায় কর্মজীবনে সফলতা অর্জন করতে পারবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আমরা নিজেরা নিজেদের দক্ষতা বৃদ্ধিতে যদি চেষ্টা না করি তাহলে সফলতা অর্জন করতে পারবোনা।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো: মোস্তাক উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় ব্যানার্জি, ব্র্যাক লার্নিং সেন্টার খুলনা অপারেশন ম্যানেজার ফজলে রাব্বি।

পুতুল হারবাল পার্লার এর কর্ণধার পুতুল বলেন, তিনি প্রথম থেকেই সাথে আছেন ব্র্যাকের এই প্রকল্পের। ব্র্যাকের কারণেই অনেক মেয়ে আমার প্রতিষ্ঠানে কাজ শিখে এখন সাবলম্বি। এটা আমার জন্য গর্বের। আমি চাই এভাবেই কর্ম সংস্থান বৃদ্ধি পাক। আমার হাত দিয়ে আরো অনেক ঝরে পরা শিশুরা সামনের দিকে এগিয়ে যাক।

মো: জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এ সভায় আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির মোঃ আনোয়ারুল ইসলাম, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বণিক সমিতির প্রতিনিধি, কোর্স সমাপ্ত এবং চলমান প্রশিক্ষনার্থী প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন