২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:০০

বেনাপোল সাদিপুর গ্রাম থেকে ৫টি পিস্তল সহ বাপ ও ছেলে আটক।

প্রকাশিত: মে ২৩, ২০২২

  • শেয়ার করুন


বেনাপোল(যশোর)প্রতিনিধি।
যশোরের বেনাপোল সাদিপুর গ্রামে বিজিবি অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লি সহ শাহাজজামাল কালু(৫৫)ও সোহেল (৩৫)কে আটক করেছে বিজিবি।সোমবার ভোরে কালু ও সোহেলকে নিজ বাড়ি থেকে অস্ত্র সহ আটক করা হয়।
আটক সোহেল কালুর ছেলে ও কালু সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে।
বেনাপোল বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার শাহীন রহমান জানান.গোপন সংবাদে জানতে পারি কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে বিপুল পরিমান অস্ত্র চালান এনে বাড়িতে মজুত করেছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আটকদের বাড়িতে অভিযান চালিয়ে ৫ টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লি সহ তাদেরকে আটক করা হয়।তাদের ব্যাপক জিগাসা করা হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন