২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:৪৮

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বেনাপোল পৌর সভার সাদিপুর মাঠপাড়া রাস্তা নির্মানের জন্য এলাকা পরিদর্শন করেন মেয়র লিটন।

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বন্দরনগরী বেনাপোলের বিভিন্ন জায়গায় ধারাবাহিক উন্নয়নের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকাতায় পৌরসভার প্রান্তিক জনপদ সাদিপুর মাঠপাড়া পর্যন্তও নতুন রাস্তা নির্মান করা হয়েছে। এই রাস্তা থেকে গ্রামের গলির রাস্তা সহ নতুন মসজিদ এর নতুন রাস্তা  নির্মানের জন্য এলাকা পরিদর্শন করে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

মঙ্গলবার পৌর সভার ১ নং ওয়ার্ড এর সাদিপুর মাঠপাড়া পরিদর্শন শেষে ১ কিলোমিটার রাস্তা তৈরীর ঘোষনা দেন মেয়র লিটন।  তৈরী হবে উন্নত মানের রড, সিমেন্ট, বালু খোয়া দিয়ে ঢালাই রাস্তা।এসময় মেয়র লিটন বলেন, এই রাস্তা নির্মান হবে আপনাদের সুবিধার জন্য। পৌর সভার মানুষের উন্নয়নের জন্য। ভালোভাবে চলাচলের জন্য। বেনাপোল পৌরসভার মানুষ এখন আর কাদায় পাড়া দেয়না। আমি বিগত এক দশকে  এই শহরের প্রতিটি গ্রামের অলি গলি পাকাকরণ করেছি। সাদিপুর মাঠ পাড়ায় নতুন বাড়ি ঘর নির্মান হয়েছে তারাও পাকা রাস্তার আওতায় আসবে। আর এই মৌসুমে ১ কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ শেষ হবে। মেয়র লিটন বলেন আজ বেনাপোলের যে উন্নয়ন হচ্ছে এটা রাষ্ট্রের তথা এলাকার জনগনের উন্নয়ন হচ্ছে। তাই আপনাদের এই সকল রাস্তা রক্ষনাবেক্ষনের ও অনেক দায়িত্ব রয়েছে। অনেকে রাস্তায় গরু বেধে নষ্ট করে দিচ্ছে। এছাড়া পৌর এলাকায় প্রায় সকল জায়গায় ড্রেনের কাজও সম্পন্ন হয়েছে।
এসময় রাস্তা পরিদর্শনে মেয়র লিটনের সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ।

উল্লেখ্য বেনাপোল পৌর সভায় ছোট বড় মোট সাড়ে ৪ শত ঢালাই রাস্তা  নির্মান হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৭/০৭ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন