৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৫২

বেনাপোল পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বেনাপোলের ছোটআঁচড়া মোড় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুলের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন।

বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জসীম উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।আওয়ামী মহিলালীগের নেত্রী সালমা আলম, সাদিপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুলতান আহমেদ বাবু, নামাজগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার বাক্কা, বেনাপোল ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,বড়আঁচড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/০৯/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন