২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:৩৩

বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশিত: জুলাই ১৮, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোল পোর্ট থানা আওতাধীন নারায়ণপুর কোনাপাড়া এলাকা থেকে ৬ কেজি গাঁজা সহ তবিবার রহমান (৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।শনিবার রাত ১০ টা ৫০ মিনিটের সময় তাকে আটক করা হয়।
সে বেনাপোল বোয়ালিয়া গ্রামের আঃ রবের ছেলে।
এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

ডিউটি অফিসার এএসআই মাসুম পারভেজ জানান,যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম মহোদয় এর সঠিক দিক নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই(নিঃ) শফি আহমেদ রিয়েল সঙ্গীয় অফিসার ফোর্সসহ অদ্য ১৭/০৭/২০২১ খ্রিঃ ২২:৫০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর কোনাপাড়া গ্রামস্থ জনৈক ইমামুল হক এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ ১। মোঃ তবিবার রহমান (৩৫), পিতা-মোঃ আব্দুর রব, সাং-বোয়ালিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করেন। এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৭/০৭ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন