২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:০৩

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারী পরোয়ানা এবং মাদকসহ ১৪ জন আসামী গ্রেফতার।

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পোর্ট থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার পরোয়ানা এবং মাদক সহ ১৪ জন আসামী গ্রেফতার।০৭ এপ্রিল ২০২৩ তারিখে থানা এলাকার বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম বার) পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে অদ্য ইং-
০৭/০৪/২০২৩ তারিখ অত্র থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী-১।মোঃ রানা (২২), পিতা-মোঃহারুনার রশিদ, সাং-বালুন্ডা (উত্তরপাড়া), ২। মোঃ সামছুর রহমান ৥শম্পা (৪৯), পিতা-মৃত তনু মোড়ল, সাং-গাজীপুর (পশ্চিমপাড়া), ৩। মোঃ আক্তার হোসেন ৥বুনো আক্তার(২৫), পিতা-মোঃ অহিদুল্লাহ ৥ বল্টু, মাতা-মোছাঃ বানেছা বেগম, সাং-সাদিপুর (আস্তানাপাড়া), ৪। মোঃ বেল্লাল, পিতা-মোঃ জিয়াউর রহমান, মাতা-সাজেদা বেগম, সাং-দৌলতপুর (বিজিবি ক্যাম্পের পার্শ্বে), ৫। মোঃ আনিচুর রহমান (৪৫), পিতা-শামসুদ্দীন মোড়ল, গ্রাম-সরবাংহুদা, ৬। মোঃ ইনছান আলী, পিতা-মৃত মোসলেম আলী, সাং-গাতীপাড়া, ৭। মোছাঃ হনুফা বেগম (৫০), স্বামীঃ সোহরাব হাওলাদার, সাং-ভবেরবেড় (মধ্যপাড়া), ৮। মোঃ ময়েন উদ্দিন (১৮), পিতা-মোঃ শুকুর আলী, মাতা-সাজেদা খাতুন, সাং-ভবেরবেড় (সরোয়ার এর বাড়ির পার্শ্বে), ৯। মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-আইয়ুব আলী, গ্রাম-ভবেরবেড়, ১০। রহমত (৪৮), পিতা-সামসুর রহমান ৥ সন্তোষ, সাং-কাগমারী, ১১। আঃ হাকিম (৫৫), পিতা-মৃত আবুল কাশেম, সাং-ছোট আঁচড়া, ১২| আসলাম মোল্যা (৩৮) পিং কাদের মোল্যা সাং ভবেররবেড় সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করে। এছাড়া ২০ পিচ ইয়াবা সহ আসামী ১৩। আবু বকর সিদ্দিক(২৫).পিং ইউসুফ আলী সাং বড়আচড়া
এবং ২৫০ গ্রাম গাজাসহ আসামী ১৪।মোঃ জাহিদ হাসান (৩৫) পিং ইসমাইল মোড়ল সাং দক্ষিন বারপোতা উভয় থানা বেনাপোলদের
গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন