২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:৫৩

বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ওমর ফারুক আটক ।

প্রকাশিত: মে ২৯, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৩৫ বোতল ফেন্সিডিল সহ ওমর ফারুক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।রবিবার সকালে আটক আসামির বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয় বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া নিশ্চিত করেন।

ডিউটি অফিসার এএসআই সাজেদুর রহমান জানান,ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া স্যারের কাছে গোপন খবর আসে ওমর ফারুক নামে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেন্সিডিল এনে তার বাড়িতে মজুত করেছে।
এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ৭ঃ৩০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ আসামী মোঃ ওমর ফারুক (৩৭), পিতা-মৃত: মিজানুর রহমান, গ্রাম- পুটখালী (পূর্বপাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা যশোর এর বসত বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করেন।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৯/০৫/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন