২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৫৫

বেনাপোল পাজেরো গাড়ির চাপায় বন্দর সিকিউরিটির মৃত্যু, আটক ১,

প্রকাশিত: মে ১৫, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল রহমান চেম্বারের সামনে পাজেরো গাড়ির চাপায় ফজলুর রহমান (৬৫)নামে এক বন্দর সিকিউরিটির মৃত্যু হয়েছে।শুক্রবার রাত ১১ টার দিকে রহমান চেম্বার এর সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গাড়ি মালিক শাহিদা রহমান সেতুর স্বামী বকুল (৫০),পিতা-মৃতঃ হাজী আতিয়ার রহমান, সাং-গাজিপুর তাকে আটক করেন পুলিশ ।সে নিজেই গাড়ি ডাইভিং করছিলেন। তবে অনেকেই জানিয়েছেন সে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলো।

বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজজামান জানান গাড়ি চালক বকুলকে গ্রেফতার করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৫/০৫ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন