২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:১৩

বেনাপোল নৌম্যানসল্যানডে দুদেশের মধ্যে রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল নৌম্যানসল্যানডে রিট্রিট সিরিমনি প্যারেড মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী,নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল আহমেদ হাসান জামিন,উপ অধিনায়ক মেজর সেলিমুদদোজা,
ভারতের পক্ষে ছিলেন কলকাতা আইজি আতুল ফুলজেলে,ডিআইজি রাকেশ কুমার সহ আরো অফিসার বৃনদ।
এর আগে প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল নৌম্যানসল্যানডে রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হতেন। বর্তমানে শনিবার ও মঙ্গলবার সপ্তাহে দুইদিন এ প্যারেড অনুষ্ঠিত হচ্ছে।
এ প্যারেড এ মাধ্যমে দুদেশের মধ্যে বাড়বে বন্ধুত্ব।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন