২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:২১

বেনাপোল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী মৃত্যু,ড্রাইভার আটক।

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল স্থলবন্দরে ১ নাম্বার গেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৯)নামে এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার দুপুরে ব্যাটারি চালিত ভ্যান থেকে পড়ে গিয়ে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।এ সময় ড্রাইভার সহ ট্রাকটি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ডিউটি অফিসার জানান,বেনাপোল স্থলবন্দরের ০১ নং গেইটের সামনে পাঁকা রাস্তর উপর থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ইউ-১১-০৫৪৩) পিছনে ফেরার সময় একটি যাত্রীবাহী ব্যাটারীচালিত ভ্যান  ট্রাকের পিছনের চাকায় এসে আঘাত করে।
তখন ভ্যানে থাকা মহিলা যাত্রী মোছাঃ সুমাইয়া আক্তার (১৯), স্বামী-মোঃ সাইফুল ইসলাম লিমন, সাং-নারায়নপুর (বিশ্বাসবাড়ী), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর চাকায় নিচে পড়ে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।সংবাদ পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌছে ট্রাক ও ট্রাকের চালককে আটক করে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ৩০/০১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন