২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:১৪

 বেনাপোলে “আলোর পথে’র” সহযোগীতায় বয়স্ক ভাতা কার্ড পেলেন মনোয়ারা ও ইনছার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বন্দর নগরী বেনাপোলে সমাজের অসহায়
হতদরিদ্র মানুষের পাশে থেকে নিঃস্বার্থ ভাবে মানবতার হাত বাড়িয়ে দিতে উদর
মানসিকতা সম্পূর্ণ কয়েকজনকে নিয়ে গঠিত হয়েছে “আলোর পথে” নামে একটি
নিরপক্ষ সামাজিক সংগঠন। আর এই সংগঠনের বেশ কিছু উল্ল্যেখ যোগ্য কাজের
মধ্যে বয়স্ক নারী মনোয়ারা খাতুন ও ইনছার আলী সরদার এর বয়স্ক ভাতা কার্ডটি
উল্লেখযোগ্য।

আলোর পথে’র প্রতিষ্ঠাতা সভাপতি ও ডিডিপি টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এস
এম মারুফ বলেন, মাস কয়েক আগে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্টে
বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারে না এমন একটি অসহায় হাত মানুষের দ্বারে
দ্বারে সাহায্য চাচ্ছেন বৃদ্ধ ইনছার আলী। এমন দৃশ্য আমার মনে বেশ আঘাত
করে। আমি তাকে কাছে ডেকে পাশে বসিয়ে তার জীবনের বাস্তব কাহিনী শুনে জানতে
পারলাম একজন ভূমিহীন, হতদরিদ্র, মানুষের কাছে হাত পাতা ছাড়া শেষ বয়সে
বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধার সংসার অচল হওয়ার কাহিনি। যেখানে মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্ল্যানে ভূমিহীনদের জন্য বছর
জুড়ে ঘর উপহার দিয়েছেন সেই তালিকায় কি উপজেলা কর্মকর্তারা এদেরকে দেখেনি।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল’কে জানালে তিনি বিয়টি
গুরুত্বের সাথে নেন এবং বয়স্ক ভাতা ও সামস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন।
সেইসাথে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল পৌরসভা কর্যালয়ে দিতে বলেন।
পরবর্তীতে বেনাপোল পৌরসভার প্রধান সহকারী আব্দুল্লাহ আল মাসুম রনি’র কাছে
প্রয়েজনীয় কাগজপত্র বুঝিয়ে দিলে তিনিও গুরুত্বের সাথে ও দ্রুত কাজ করার
প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, সমাজের যতোটুকু সম্ভব পরিবর্তনের লক্ষ্য নিয়ে একঝাঁক
আলোকিত মানবিক মানসিকতা সম্পূর্ণ মানুষদেরকে নিয়েই “আলোর পথে” নামের এই
সংগঠনটি গঠিত হয়েছে। এই সংগঠনের কাজ সমাজের প্রকৃত পক্ষে যারা অসহায়
তাদেরকে খুঁজে বের করে নিঃস্বার্থ ভাবে তাদের পাশে দাঁড়ানো। আমাদের ইচ্ছে
আছে অসহার পরিবারের অভাব দুর করতে সেই পরিবারের কমপক্ষে একজনকে কর্ম
সংস্থান গড়ে দেওয়া, হতদরিদ্র অসুস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল সেন্টার
গঠন করা, অসহায় মেধাবী শিক্ষার্থদের লেখাপড়ার যথাসাধ্য খরচ মেটানো, যারা
পাবার যোগ্য তাদেরকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতাসহ সার্বিক
সহযোগীতা করা। এবং উক্ত বিষয়ের যাবতীয় খরচ বহন করে।

উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি সামাজিক সংগঠন
আলোর পথে’র মাধ্যমে জানতে পারি এবং এই সংগঠনের মাদ্যমে বেশ কয়েকটি বয়স্ক
ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা
দেওয়া হয়। আমরা বিষয়টি আমলে নিয়ে খোঁজ খবর নিয়ে দেখি জমা দেওয়া
কাগজপত্রের মানুষগুলো কার্ড পাওয়ার অধিকার রাখে।যার কারণে স্বল্প সময়ের
মধ্যে দুটি বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করা হয়। পর্যায়ক্রমে অন্যদের
কার্ডের ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, জনগণের জন্যই জনপ্রশাসন। সরকারি সুযোগ সুবিধা নিতে সরাসরি
কর্মকর্তাদের কার্যালয়ে আসেন। আমরা সাধ্যমতো আপনার সেবা প্রদানের চেষ্ঠা
করব।

“আলোর পথে”র অস্থায়ী কার্যালয়ে মনোয়ারা খাতুন ও ইনছার আলী সরদারকে ডেকে
তাদের যে কোন সমস্যায় আলোর পথে সংগঠনটি পাশে আছে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, “আলোর পথে’র” প্রতিষ্ঠাতা সভাপতি ও ডিডিপি
টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এস এম মারুফ, এশিয়ান টেলিভিশনের শার্শা উপজেলা
প্রতিনিধি মোঃ মিলন হোসেন, আলোকিত সকাল পত্রিকার বেনাপোল প্রতিনিধি
কুরবান গাজী, যশোর মানিচেঞ্জারের ম্যানেজার মাসুদ পারভেজ, আলোর পথের
সদস্য সাজ্জাদ, আশরাফুল প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন