২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:১২

বিড়ল ও জটিল রোগে আক্রান্ত বাচ্চাটির জীবন বাচাতে সহায়তা প্রয়োজন

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১

  • শেয়ার করুন

খুলনা দিঘলিয়া উপজেলা সেনহাটির বাসিন্দা মোঃমনিরুজ্জামান সুমন এর একমাত্র ছেলে শিশু জটিল হার্টের রোগে ভুগছে। বাচ্চাটির ৩মাস বয়সে রোগটি ধরা পড়ে। হার্ট থেকে দুইটা রক্তনালি ফুসফুসে যায় । যার ভেতরে ওর একটা নালী তৈরী হয়নি । আর একটা নালি সরে গেছে ও হার্টে বড় একটা ছিদ্র আছে এবং কিছু যায়গা ব্লক আছে। খুলনা ও ঢাকায় অনেক ডাক্তার এর কাছে চিকিৎসা নেওয়া হয়েছে ।পিজি হসপিটালে, শিশু হসপিটালে, ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও সরকারি হ্রদরোগ হসপিটালে ডক্টর এর ভাষায় এই রোগের নাম teatra of fallot (TOF)। এখন এই শিশুটির তিন থেকে চারটি অপারেশন করতে হবে। যাতে খরচ হবে ৯-১০ লক্ষ টাকা ।
শিশুটির বাবার ছোট একটা দোকানে ফ্লেক্সিলোড আর টুকটাক ছোটোখাট কাজ করে। এতে পরিবার চালানো খুব কঠিন তবু ও সে বাচ্চার এই এক বছর বয়স পর্যন্ত চিকিৎসা চালিেয় যাচ্ছে । কিন্তু এখন অতি দ্রুত অপারেশন না করালে বাচ্চাটিকে বাচানো হয়তো সম্বব না। তাই এইটুকু অসহায় বাচ্চাটিকে বাচাতে সকলকে এগিয়ে আসতে বাচ্চাটির মা বাবা সবার কাছে সাহায্য প্রার্থী। তাদের একমাত্র ও প্রথম সন্তানের জীবন বাচাতে সাহায্য করুন।

বিকাশ নাম্বার পারসোনালঃ ০১৯১১১৭৮৯৬৬ রকেট ও নগদ করা আছে
ব্যাংক হিসাব নাম্বারঃ মোঃ মনিরুজ্জামান সুমন
২০৫০১৮২০২০৩৮৭২৫০৫
ইসলামী ব্যাংক লিমিটেড
দৌলতপুর শাখা, খুলনা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন