প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার মাসিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর খুলনা ক্লাব অডিটরিয়ামে আয়োজিত এ সেমিনারের প্রতিবাদ্য বিষয় ছিলো Recent Advancements in Osteoarthritis Knee Management। এই সায়েন্টিফিক পেপারটি উপস্থাপন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ.বি.এম. জাফর সাদিক। সেমিনারের চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইসরাইল বিশ্বাস ও খুলনা সিটি মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ.এইচ.এস.এম কামরুজ্জামান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিপিএমপিএ, খুলনা শাখার বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপিএমপিএ, খুলনা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মোস্তফা কামাল। এ সময়ে উপস্থিত ছিলেন বিপিএমপিএ, খুলনা শাখার সহ-সভাপতিবৃন্দ ডা. আর. কে. নাথ, ডা. মো. বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান ও ডা. গৌতম রায়, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. এম. বি. জামান, লাইব্রেরী ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মো. মাহমুদ হাসান লেনিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. কানিজ ফাহমিদা, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, দপ্তর-সম্পাদক ডা. নাজদান লস্কর, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. আরিফা বেগম, ডা. মোল্লা হারুন-অর- রশীদ, ডা. মো. নুরুল হক ফকির, ডা. মোরশেদ আহমেদ, অধ্যাপক ডা. মাসুদ ইমতিয়াজ, ডা. প্রদীপ দেবনাথ, ডা. মো. আশফাক আহমেদ ও ডা. মো. শহীদুল ইসলাম শামীম সহ সরকারি বেসরকারি আরও চিকিৎসকবৃন্দ।