প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২
জয়পুরহাটে বাসর ঘর থেকে বরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নববধূকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বড় মাঝিপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মোস্তাকিম হোসেন (২৪) বড় মাঝিপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সরোয়ার জানান, শুক্রবার নামাজের পরে মোস্তাকিম ও রিয়ার (২২) বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় রিয়ার বাড়িতে। রিয়ার বাড়ি হচ্ছে ভাদসা ইউনিয়নের শেষ সীমানা সংলগ্ন ধামইরহাট উপজেলার জোতরাম গ্রামে। বিয়ের পর নববধূ রিয়াকে নিয়ে মোস্তাকিম সন্ধ্যার আগেই বড় মাঝিপাড়া নিজ বাড়িতে ফিরে আসে। রাত দেড়টার সময় নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোস্তাকিমকে পাওয়া যায়। এ সময় নববধূ ওই ঘরেই ছিলেন। ঘরের দরজা খোলা ছিল। পুলিশ খবর পেয়ে মরহেদটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
মোস্তাকিমের বাবা আব্দুল হামিদ বলেন, আমার ছেলেকে কে বা কারা মেরে ঝুলিয়ে রেখেছে। আমি সুষ্ঠু তদন্ত ও এ হত্যাকাণ্ডের বিচার চাই। এ হত্যাকান্ডের সঙ্গে নববধূ রিয়া জড়িত বলে দাবি করেন তিনি।
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সরোয়ার বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অবস্থা দেখে আত্মহত্যা মনে হলেও সঠিক কারণ বের করার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনায় নববধূ রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।