২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:২৫

বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটার: বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ারের অভিযোগে খুলনায় তানজীর তাজ (২৫) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তানজীর তাজ খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, তানজীর তাজ আজ তার ব্যক্তিগত ফেসবুকের স্টোরিতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরী করা একটি বিকৃত ভিডিও শেয়ার করেছিল। বিষয়টি নিয়ে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজল খুলনা সদর থানায় অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তানজীর তাজকে আটক করে।
খুলনা সদর থানার অফিসার (ওসি) হাসান আল-মামুন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন