প্রকাশিত: মার্চ ১৮, ২০২১
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন, ২৮ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ছিল।অনুষ্ঠান সমূহের মাঝে ছিল বঙ্গবন্ধুর কর্মময় জিবনের উপর আলোচনা,কেক কাটা,শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, খুদে বঙ্গবন্ধু খ্যাত রায়াতের পরিবেশনায় ৭ মার্চের ভাষন। খুলনার পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এবং খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। আহবায়ক কমিটির সভাপতি হাসান ফেরদউস পিপলুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠন এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং জেলা সভাপতি হাসান মোঃ হাফিজুর রহমান এবং প্রেসিডিয়াম সদস্য এবং মহানগর সভাপতি এম কবির আহমেদ। সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ডাঃ এস এম এ সায়েম মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.ইকবাল আহমেদ,দৌলতপুর থানা উপদেষ্টা শাহিন জামাল পন,আযম খান কমার্স কলেজের অধ্যাপক তারক চাঁদ ঢালী,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন। আলোচনায় অংশ নেন মহানগর যুগ্ম সম্পাদক নূর হাসান জনি, সদর থানা সভাপতি ও মহানগর সহ সভাপতি জাহাঙ্গীর আলম রায়হান,রূপসা উপজেলা সভাপতি আল মোমিন লিটন, মহানগর সহ সভাপতি মনিরুজ্জামান মনি, শামসুন্নাহার শিমুল,ওয়াসিম পারভেজ,মোঃ আবুল বাশার, সোনাডাঙা সভাপতি প্রকৌশলী আল মামুন,খালিশপুর সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলাম,দৌলতপুর সাধারণ সম্পাদক দিপু মনি,এস এম মিলন,হাবিবুর রহমান,কাওসার আলী,অনিরুদ্ধ বৈরাগী,মিলন হোসেন,সাজিদুর রহমান,সালমান শিকদার ,আহাদ হাসান বাবু,সুমন সেন,তনয় খন্দকার,হেলাল হাওলাদার প্রমুখ।