প্রকাশিত: জুলাই ৭, ২০২৫
তথ্য প্রতিবেদক : খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলী আসগর লবি গতকাল সোমবার ফুলতলা উপজেলায় ব্যাপক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। এসময় তিনি মসজিদে অনুদান প্রদান এবং উপজেলার বিভিন্ন বিএনপি কার্যালয়ে চেয়ার ও টিভি প্রদান করেন।
আলী আসগর লবীর নির্বাচন সমন্বয়কারী আলী আক্কাস জানান, বৃষ্টির বাধা উপেক্ষা করে খুলনা-৫ আসনের প্রার্থী আলী আসগর লবী সোমবার ফুলতলা উপজেলার আন্দুলিয়া জামে মসজিদে অনুদান প্রদান করেন। এরপর তিনি কোমরাইলে বিএনপি কাযালয়ে চেয়ার ও টিভি প্রদান করে। বিকালে তিনি টোলনা মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। এরপর বিভিন্ন ওয়ার্ড বিএনপি কার্যালয়ে চেয়ার ও টিভি প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন মোল্লা কবির হোসেন, বিএনপি নেতা সের আলম সান্টু, সাবেক ছাত্র নেতা কামরান হাসান, আব্দুল আজিজ, তৌফিকুর রহমান তপু, প্রফেসর সেলিম, শাজানাজ বেগম, এসএম কামরান, আতাউর সরদার, শরিফুল, সাইফুল, দেলোয়ার, আব্দুর রব আকুঞ্জি, মোঃ জিহাদ, রহমতুল্লাহ আকুঞ্জি, শহিদুল শেখ, দেলোয়ার হোসেন টুটুল প্রমুখ।