৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৫:০৩

ফরাসি পণ্য বর্জনের ডাক দিল হেফাজতে ইসলাম

প্রকাশিত: নভেম্বর ২, ২০২০

  • শেয়ার করুন

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ইসলামবিরোধী বক্তব্যের প্রতিবাদে আজ রাজধানীর পল্টনে বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে চলছে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

পূর্বঘোষিত এই কর্মসূচি থেকে সংগঠনটি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করা, ফরাসি পণ্য বর্জন এবং সংসদে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানিয়েছে।

সোমবার সকাল ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরুর আগে বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, ‘আমি সব মুসলিম দেশের রাষ্ট্র প্রধানদের কাছে দাবি জানাব, আপনারা ফ্রান্সের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করুন। ইমানি দাবি, আপনারা ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করুন।’

ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ইমানি শক্তি থাকলে ফ্রান্সের পণ্য ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফেলে দিন।

যারা আল্লাহ রাসুল ও কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করারও দাবি জানান তিনি।

এসময় ঢাকা মহানগর হেফাজতের সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ‘ফ্রান্স সব মুসলমানের ইমানে আগুন জালিয়ে দিয়েছে। এ আগুন নেভানোর একমাত্র পথ ফ্রান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, তাহলে এ আগুনে পুড়ে ফ্রান্স ছারখার হয়ে যাবে।’

তিনি অবিলম্বে বাংলাদেশের ফ্রান্স দূতাবাস বন্ধ করে সংসদে নিন্দা প্রস্তাব পাসের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়।

দুপুর পৌনে ১টায় মিছিলটি শান্তিনগর পৌঁছালে পুলিশ আটকে দেয়। পরে সেখানে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন