২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:৩০

প্রধানমন্ত্রী ঘোষিত সাতক্ষীরার গণমানুষের অর্থোন্নয়নের প্রাণকেন্দ্র ভোমরা স্থলবন্দর আজ উন্নয়নের মহাসড়কে 

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা): বঙ্গবন্ধু একটি নাম, একটি ইতিহাস। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা ছাত্র, শিক্ষক, কৃষক ও দামাল ছেলেরা বীর দর্পে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে জাতির বহু প্রত্যাশিত ও জীবন আহুতির মহান স্বাধীনতা। স্বাধীন জাতির রক্তে গড়া বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মানস কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সাতক্ষীরার গণমানুষের অর্থোন্নয়নের প্রাণকেন্দ্র ভোমরা স্থলবন্দর আজ উন্নয়নের মহাসড়কে। দক্ষিণবঙ্গ সাতক্ষীরার মানচিত্রে ভোমরা স্থলবন্দর এখন একটি মাইল ফলক। সাতক্ষীরার এ সম্ভাবনাময় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন থমকে দেয়ার সকল ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিতে দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এ বন্দরকে নিয়ে সকল ষড়যন্ত্র নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত এ স্থলবন্দরকে আধুনিকায়ন করার মধ্য দিয়ে আমদানী-রপ্তানী বাণিজ্য সম্প্রসারনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী ২০২২) সকাল ১১ টায় ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহŸায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মামুন, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক(ট্রাফিক) মাহমুদুল হাসান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন উর রশীদ, ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাহাঙ্গীর হোসেন খান, ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার হুমায়ন কবীর। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী তরুন লীগের সভাপতি শাহানুর ইসলাম শাহিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ, জি এম আমির হামজা, রাইসুল ইসলাম (টুকু মাস্টার), ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক নাজমুল আলম মিলন ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

এম জিয়াউল ইসলাম জিয়া

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন