প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০
ভোট গণনার প্রথম দিকে পেনসিলভ্যানিয়ায় ব্যাপক ভোটে এগিয়ে থেকেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবাই ধরেই নিয়েছিল এ রাজ্যে ট্রাম্পের জয় নিশ্চিত। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এ রাজ্যে জিতেছিলেন। এবার সেই পেনসিলভ্যানিয়ায়ও জয়ের স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
এপির তথ্যানুযায়ী বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার পর্যন্ত গণনার হিসেবে বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৯৫ হাজার ৩১৯ ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ৭২৫ ভোট। অর্থাৎ, বাইডেন ৫ হাজার ৫৯৪ ভোটে এগিয়ে এ রাজ্যে জয়ের পথে রয়েছেন। ওই রাজ্যে আর মাত্র দুই ভাগ ভোট গণনার বাকি রয়েছে।
এর আগে বিকাল ৫টা পর্যন্ত পেনসিলভ্যানিয়ায় ট্রাম্প ১৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। সময় যত গড়িয়েছে ট্রাম্পের ব্যবধান তত কমেছে। এগিয়ে থাকা ট্রাম্পের ব্যবধান কমতে কমতে এবার বাইডেন এগিয়ে গেলেন।
জর্জিয়াতেও এগিয়ে রয়েছেন বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে সেখানে ১ হাজার ৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। ওই রাজ্যে মাত্র ১ ভাগ ভোট গণনার বাকি রয়েছে। তবে নর্থ
আলাস্কায় ৫৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আর নর্থ ক্যারোলাইনায় ৭৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। ওই দুই রাজ্যে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত।
প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন।