৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:৪৮

শিরোনাম
খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা করার প্রতিশ্রুতি হাবিবের

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রাথী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (বিকালে) নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মহব্বত আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব।

তালা উপজেলা বিএনপির সাবেক নেতা আতাউর রহমান আতা ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াসের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল।
তিনি বলেন, গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক সি.সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান,সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পাটকেলঘাটাকে উপজেলা এবং তালাকে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, তালা-কলারোয়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে; এবার সময় এসেছে এই জনপদকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার।

তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানÑসব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কোনো ধরনের বৈষম্য বা বিভাজনের রাজনীতি নয়, বরং ঐক্য ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ”Ñএই নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপির প্রধান রাজনৈতিক লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে মধ্যবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি ভাতা কার্ড’ এবং মধ্যবিত্ত কৃষকদের জন্য ‘কৃষি ভাতা কার্ড’ চালু করা হবে। এতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন