২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:৫৯

পাইকগাছা সোলাদানা ইউপিতে প্রধানমন্ত্রী কর্তৃক ৯শ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ।

প্রকাশিত: জুলাই ২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন পরিষদের ৯শ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চাল বিতারণ করা হয়েছে।

বুধবার পরিষদ চত্ত্বরে এ চাল বিতারণ করেন ইউপি চেয়ারম্যান এনামুল হক।

জানাগেছে, বৈশায়ীক মহামারী করোনায় ঘরবন্ধি মানুষের মাঝে ধারাবাহিকতার অংশ হিসাবে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫ কেজি করে চাউল ৯শ পরিবারের মাঝে বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারী নির্দেশনা মেনে এ চাউল বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউনিয়ন ট্যাগ অফিসার দিবাশিষ দাশ, সদস্য ঠাকুর দাস সরদার, কল্যানী মন্ডল, অানিছুর রহমান সানা, অাব্দুস সবুর অাবুল কাশম, নূরুল ইসলাম, ইউনিয়ন উপসহকরী কৃষি অফিসার এনামুল, গ্রাম অাদালত সহকরী রাজু।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন