২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:২৪

শিরোনাম

পাইকগাছায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চুর দাফন সম্পন্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি:

রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশেই শায়িত হয়েছেন পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহদাৎ হোসেন বাচ্চু ( ৭৬)।
সদ্য প্রয়াত এ মুক্তিযোদ্ধা শনিবার ভোর ৪ টার সময় খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে তার মৃতদেহ এলাকায় পৌছালে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। বিকাল ৪ টায় উপজেলা মডেল মসজিদ চত্বরে মরহুমের সরকারিভাবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শেষ শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও বীর মুক্তিযোদ্ধারা। আছরবাদ মডেল মসজিদে জানাযা শেষে পৌর সদরের বাতিখালীস্থ পারিবারিক কবরস্থানে পিতা শহীদ শেখ মাহতাব উদ্দিন মনি মিয়া ও মাতা হোসনেয়ারা মাহতাব এর কবরের পাশেই মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযা পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন ও মাওলানা আশরাফুল ইসলাম। জানাযা ও দাফনের সময় উপস্থিত ছিলেন মরহুমের বোন যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন মালা, খুলনা মহানগরের দায়রা জজ শরীফ হোসেন হায়দার, কর্নেল ফরহাদ হোসেন, প্রবীণ আইনজীবী আলহাজ্ব জি এ সবুর, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, মরহুমের ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডলে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, বোন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সাকেরা বানু, অ্যাডভোকেট আব্দুল মজিদ, আলহাজ্ব জি,এম, রশিদুজ্জামান,মাওলানা শামসুদ্দিন আহমেদ, মিরাজুল ইসলাম, শেখ শহীদ হোসেন বাবুল, ছেলে অ্যাডভোকেট শেখ তৈয়ব হোসেন নূর, শেখ তৌহিদ হোসেন তাজ, ফয়সাল হোসেন, দিপু, কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রনজু, আলহাজ্ব বজলুর রহমান, জি এম শুকুরুজ্জামান, ইলিয়াস হোসেন, দাউদ শরীফ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক খোরশেদ আলম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন