২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:০৪

পাইকগাছায় ভাইজিকে নিয়ে চাচা লাপাত্তা, পুলিশের খাঁচায় বন্ধি: থানায় মামলা!

প্রকাশিত: জুলাই ৭, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় ভাইজিকে নিয়ে চাচা লাপাত্তা হবার ঘটনা ঘটেছে। গত ৩ জুলাই উপজেলার চাঁদখালী ইউনিয়নের ঢেমশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ব্যাপক তৎপরতায় সোমবার পুলিশের খাঁচায় বন্ধি হয়েছে তারা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ চাচা ভাইজিকে আদালতে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঢেমশাখালী গ্রামের নজরুল গাইনের ছেলে আকরামুল গাইন (২৩) একই এলাকার মামাতো ভাই ফেরদৌস গাজীর অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই অশ্লীল অঙ্গ-ভঙ্গি সহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিমের পিতা ফেরদৌস গাজী জানান, গত ৩ জুন ভোর ৫টার দিকে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে আসলে আকরামুল ফুসলিয়ে তাকে নিয়ে পালিয়ে যায়। বহু খোঁজাখুজির পর সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাড়ুলী ইউপির স্মরণখোলা নামকস্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আকরামুল গাইন, পিতা নজরুল গাইন, মাতা আফিয়া বিবির নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে। যার নং- ০৭। ওসি এজাজ শফী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়েছে।u

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন