২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:০৮

পাইকগাছায় পিকআপ-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ২

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় শিববাটী ব্রীজের দক্ষিণ পাশে পিকআপ-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে চালকে আটক করেছে।

জানা গেছে, রোববার দুপুরে কয়রা থেকে সাদামাছ বোঝাই ঢাকা মেট্রো-ন-১৩-৫৭৬৫ একটি পিকআপ পাইকগাছার উদ্দেশ্যে আসার পথে শিবসা ব্রিজের অপর প্রান্তে তেলের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাড়ায় চালিত মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতেকরে চাঁদখালী ইউপির হাঁড়িয়াডাঙ্গা গ্রামের জবেদ আলী গাজীর ছেলে মটরসাইকেল চালক জয়নাল গাজী (২৮) ও কাঁটাবুনিয়া গ্রামের মটরসাইকেল আরোহী রাসেল (২৭) গুরুতর আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। মটর সাইকেল চালক জয়নালের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘটনা স্থল থেকে পিকআপ জব্দ করে ড্রাইভারকে আটক করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন