১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৩৭

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

পাইকগাছায় চেতনা নাশক ছিটিয়ে ও ছুরিকাঘাত করে লুট

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : খুলনা পাইকগাছায় একই পরিবারের ৪ সদস্যকে চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান করে ও একজনকে ছুরিকাঘাত করে অর্থ ও সোনার গহনা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জ্ঞান হারাদের হাসপাতালে ভর্তি করেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। আসামীদের ধরতে ইতমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, বৃহষ্পতিবার রাতে উপজেলার রাড়ুলী ইউনিয়নে রাড়ুলী গ্রামের যাদু শিল্পি এস রহমানের বাড়িতে অজ্ঞান পাটি সদস্যরা ওই পরিবারে ৫ সদস্যকে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে নগদ টাকা সহ সোনাগহনা নিয়ে পালিয়ে যায়। এস রহমান বাড়িতে থাকেন না। অজ্ঞান হওয়া পরিবারের সদস্যরা হলেন এস রহমানের ছোটভাই মেহেদী হাসান টুকু (৪২), তার দুই স্ত্রী শারমীন আক্তার (৩০), রানী বেগম (২৫), দুই ছেলে ফয়াজ হাসান (১২) আরিজ হাসান (৭) অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। মেহেদী হাসান টুকুর স্ত্রী শারমীন আক্তার জানান, আমার স্বামী ছোট স্ত্রীকে নিয়ে অন্য ঘরে থাকে। দুর্বৃত্তরা আমার স্বামী সহ বাচ্চাদের অজ্ঞান করে রাখে। আমি ভোররাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি। এ সময় দরজা ভেঙ্গে আমার ঘরে ঢুকে গলায় ছুরি ধরে টান দিলে কেটে রক্ত ঝরতে থাকে। পরে তারা বলে এর পর আওয়াজ করলে গলাকেটে দিব। ভয়ে আমি কথা বলেনি। তারা আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে শারমীনের গলায় সেলাই দেয়া হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। আশাকরি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন