২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:০৬

পাইকগাছার দেলুটিতে নৌকার পক্ষে জেলা আওয়ামী মহিলালীগ নেত্রীবৃন্দের গণসংযোগ ও লিফলেট বিতরণ।

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে জনসংযোগ, মতবিনিময় সভা ও লিফলেট বিতারণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার দেলুটি ইউপি নারী কেন্দ্রে জেলা আওয়ামী মহিলালীগের নের্তৃবৃন্দ মতবিনিময়, গনসংযোগ ও লিফলেট বিতারণে অংশগ্রহণ করেন।

জানাগেছে, পাইকগাছা উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মত বিনিময় সভার আয়োজন করা হয়।

দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও জেলা পরিষদ সদস্য শ্রীমতি জয়ন্তী রানী সরদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও জেলা পরিষদ সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান ফারহানা হালিম, সাবেক ছাত্রনেতা ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফরিদ রানা, জেলা আওয়ামীলীগ নেত্রী শিউলী সারোয়ার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রনধীর মন্ডল, ডালিম রায়, ইউনিয়ন মহিলালীগের আহবায়ক মেরী রানী সরদার, নারীনেত্রী দুলালী মন্ডল, লাবনী মন্ডল, সুফিয়া বেগম, তহমিনা বেগম, রাধু রানী মহলদার, তাহিরীন বিবি, ইয়াসমিন বেগম, মঞ্জুশ্রী হালদার, ইতিমা বড়াই, যুবলীগ নেতা বিশ্বজিত মন্ডল হারু, সুকৃতি বিশ্বাস, স্মৃতীশ রায়, অপূর্ব সরকার ছাত্রলীগের প্রসেনজিত মন্ডল মিঠু সহ একালার সুধী মা ও বোনেরা এ সময় উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন