২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:০২

পাইকগাছার উদয়ন সংঘের নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন!

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছার ঐতিহ্যবাহী উদয়ন সংঘের নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার চাঁদখালী ইউপির গজালিয়ার ঐতিহ্যবাহী উদয়ন সংঘের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা বি এম আনিছুর রহমান এর সভাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমান এর সঞ্চালনায় নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সময় বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মোড়ল, জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, আব্দুর রশিদ, শিক্ষক আমিনুল ইসলাম, মতিয়ার রহমান, আঃ মালেক, এম এম আজিজুল হাকিম, মশিউর রহমান রাজু, এম এম মুজিবুর রহমান, রায়হান পারভেজ রনি।

পরে নব-নির্বাচিত সকল সদস্যদের শপথ পাট করান প্রধান অতিথি আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি আবুল কালাম আজাদ, ও শিহাবউদ্দিন ফিরোজ বুলু।

উল্লেখ্য উদয়ন সংঘের প্রভাষক দেলোয়ার হোসেন সভাপতি, আব্দুল মান্নান ফিলিপ সাধারণ সম্পাদক সহ ২৬ জন সদস্য বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন