২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:০৭

পাইকগাছায় ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যা মামলার চার্জশীট দাখিল

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১

  • শেয়ার করুন

খুলনার পাইকগাছা উপজেলায় প্রান্ত ঘোষ (২৪) হত্যা মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

চলতি বছরের ০৯ জুন খুলনার ‌জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেটের আদাল‌তে এই চার্জ‌শিট দা‌খিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সিআইডির উপ-পরিদর্শক মোল্লা লুৎফর রহমান।

নিহত প্রান্ত ঘোষ পাইকগাছার পুরাইকাঠির অচিন্ত্য ঘোষের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০২০ সালের ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালি সুকুমার ডাক্তারের মোড়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ১৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় প্রান্ত ঘোষের বড় ভাই অনুপ ঘোষ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং ১২, তারিখ: ১৬/১০/২০২০। এ মামলায় এজাহারভূক্ত আসামী করা হয় ০৫ জনকে। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহন করে সিআইডি।

মামলাটির চূড়ান্ত তদন্তে সিআইডি পুলিশ মোট ১৬ জনকে আসামী করেছে। তারা হলেন, মো: সাইফুল ইসলাম (৩০), মো: আলমগীর হোসেন (৩২), আসিফ বিপ্লব গাইন (২০), ভিম কুমার সানা (৩২), মনির হোসেন (৪০), আসাদুজ্জামান (৩০), মো: টুলু গাজী (৪৪), ইমদাদুল হক টুটুল (৩১), সঞ্জয় মন্ডল (৩৫), তারক কুমার মন্ডল (৩০), মো: রসুল গাজী (২৩), মো: রাজু আহম্মেদ (২২), মো: সালাহউদ্দিন কাদের (২৬), মো: অহিদুর জামান (২২), মো: সাইবুর গাজী (৩৪) ও সাদিয়া সুলতানা সম্পা (৩২)।

এদের মধ্যে মো: অহিদুর জামান (২২), সাদিয়া সুলতানা সম্পা (৩২) ও আসিফ বিপ্লব গাইন (২০) জামিনে মুক্ত আছেন এবং তারক কুমার মন্ডল (৩০) পলাতক রয়েছেন। বাকি ১১ জন বর্তমানে কারাগেরে আছেন। এছাড়া মামলার এজহারভুক্ত ৩নং আসামী হৃদয় (২২) এর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত না হওয়ায় তার অব্যাহতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা। তিনিও জামিনে মুক্ত আছেন।

এ হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাইফুল ইসলাম(৩০) ও তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ সাইবুর রহমান(৩৫) আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া আসামি আলমগীর মোড়ল (২৭) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, প্রান্ত ঘোষকে পূর্ব পরিকল্পিত ভাবে পরস্পর যোগসাজশে সুকৌশলে ডেকে এনে মারপিট হত্যা করেছে আসামিরা।

এ প্রসঙ্গে মামলার বাদী প্রান্ত ঘোষের বড় ভাই অনুপ ঘোষ বলেন, ‘আদালতে নিরপক্ষ যে চার্জশিট দেওয়া হয়েছে। আমি তাতে সম্মতি জানিয়েছি। আশা করি দ্রুত ন্যায় বিচার পাবো।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন