২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:৩৩

নির্ভীকের উদ্যোগে শোক দিবস পালিত

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদকঃ খুলনা মহানগরে “নির্ভীক সমাজ কল্যাণ”-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

রোববার সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্ভীক-এর অস্থায়ী কার্যালয় মুজগুন্নিতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শোক দিবসের আলোচনা সভা সংগঠনের সভাপতি এস এম এ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন সহ সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক মহসিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেহউদ্দিন তুহিন ও  আইন বিষযক সম্পাদক শেখ জামাল উদ্দিন প্রমুখ । এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন