২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:০৩

নগরীতে সড়ক ভবনের জায়গায় অবৈধ স্থাপনা, উচ্ছেদে অভিযান

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে সড়ক ভবনের নিজস্ব জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার (২২ এপ্রিল) খুলনা মহানগরীর ইস্টার্নগেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) আতিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা হয়।


এ সময় উপস্থিত ছিলেন-খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ ও মহেশ্বর মন্ডল, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান, ফুলতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, কেএমপির দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাশার, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী প্রসেনজিৎ পাল।
এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে খানজাহান আলী ফায়ার সার্ভিসের এক ইউনিট।
অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম বলেন, খানজাহান আলী থানার ইস্টার্নগেট খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে সড়ক ভবনের নিজস্ব জায়গায় অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। একাধিকবার তাদের সরে যেতে বললেও না সরাতে এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন